হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
বিসমিল্লাহির রাহমানির রাহীম
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আমরা ‘বাংলাদেশ শিয়া উলামা পরিষদের’ সদস্যবৃন্দ অতীব দুঃখের সঙ্গে অবগত হলাম যে, সীমালঙ্ঘী ও প্রতারক ইহুদী সরকার আরেকবার পরিúূর্ণ নির্লজ্জভাবে এবং আন্তর্জাতিক সমস্ত বিধিনিষেধ ও নিয়মকানুনকে পদদলিত করার মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আয়তনের গভীরে সামরিক হামলার অপরাধে জড়িত হয়েছে যার ফলে একদল উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং নিরস্ত্র বেসামরিক নাগরিক শাহাদত বরণ করেছেন! এই বেদনার্তক দুর্ঘটনাটি বাংলাদেশের সকল মুসলমান বিশেষত এই দেশের শিয়ার হৃদয়সমূহকে অত্যন্ত আহত করে তুলেছে। বাংলাদেশের সকল মুসলমান ও শিয়ার পক্ষ হতে উলামা পরিষদ এই পাশবিক পদক্ষেপ এবং আন্তর্জাতিক মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘনকে তীব্রভাবে নিন্দা জানানোর পাশাপাশি এই বৃহৎ মসিবতে ইসলামী বিপ্লবের মহান রাহ্বার ও ইরানের সম্মানিত জাতির সমীপে সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে এই দুর্ঘটনার শহীদগণের জন্যে উচ্চ মর্যাদা ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্যে ধৈর্য কামনা করছি।
আশা করি মুসলিম জাতিগুলোর একতা ও দৃঢ়তার মাধ্যমে আমরা খুব শিঘ্রই, এই পৃথিবীর মানচিত্র থেকে এই অবৈধ ও নাপাক সরকারের পতন প্রত্যক্ষ করব - ইনশাল্লাহ!
অস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আপনার কমেন্ট